“প্রকৃতি করিবে বিচার তোমার”
জিতেন্দ্র চন্দ্র দাস
২০/০৫/২০২৫
ভালোবেসে তোমায়
হইয়া সহায়
দেয় যে সাহায্যের হাত বাড়িয়ে,
হয়ে স্বার্থপর
করে তাঁরে পর
দিওনা তাঁরে তুমি ফিরিয়ে।
দুঃসময়ে যে জন
হইয়া আপন
শুনায় সান্ত্বনার বাণী,
শুন ওহে মন
সেই তোমার আপন
করিও না তাঁর মানহানী।
সম্মানের হানী
কর যদি তুমি
হৃদয় ভাঙ্গিবে তাঁর,
দুঃখের অনলে
হৃদয় তাঁর জ্বলিলে
প্রকৃতি করিবে তোমার বিচার।