পোস্টমর্টেম..
কবি:ফিরোজ_আহমেদ_স্বপন
অবিরাম কলম হাতে কিন্তু অনেক কথাই লিখতে পারছি না,
ঘৃণা ভালোবাসা হিংসা বিদ্বেষ সুশাসন নির্যাতন,
সবকিছুর এক আশ্চর্য সংমিশ্রণ,
ভেতরের না-বলা কথাগুলো চিৎকার করে শোনাতে মন চায়,
কিন্তু বলতে পারছি না,
তারপরও কাঁচা হাতে যা লিখতে চেয়েছি,
কাঁপা-কাঁপা কণ্ঠে যা বলতে নিয়েছি,
সত্য-মিথ্যের কঠিন পৃথিবীতে ক্ষতবিক্ষত হয়েছি বারংবার,
তোমাদের কীর্তি দেখে দেখে,
তোমাদের নিষ্ঠুর উচ্চারণগুলো থেকে,
শব্দ খুঁজে এনে অনেক কবিতা লিখেছি,
বহুবর্ণের পৃথিবীতে আবার অনেক শব্দকে শুধু কাঁদতে শুনেছি,
আমার হৃদয়-প্রকোষ্ঠে যে উদগ্রীব শব্দগুলো স্তূপ হয়ে আছে,
সেগুলো তোমাদের জন্যই রেখে গেলাম,
যদি পারো আমাকে পোস্টমোর্টেম করে আবিষ্কার করো ভেতরের একান্ত নির্যাসকে ,
আবিষ্কার করো আমার অজস্র না-বলা কথাগুলোকে,
নিজেকে প্রশ্ন করে আবিস্কার করো তোমাদের পৃথিবীকে,
আবিস্কার করো পৃথিবীর মানুষকে।।