পায়ের_দাগ
কবি:ফিরোজ_আহমেদ_স্বপন
যে পথে তোমার পায়ের দাগ,
সে পথেই আমি হাঁটছি ,
কখন দেখা পাবো ?
হয়তো পাবো, হয়তো পাবো না,
কিন্তু আমি সাদাত হোসাইনের মতো প্রস্থানের গল্প লিখে যাবো না,
পথ চলতে চলতে ক্লান্ত হয়ে যাই কিন্তু আমার ক্লান্তি আসে না,
তোমার পদচিহ্ন দেখতে দেখতে চোখ ঝাপসে উঠে,
কিন্তু চোখে পর্দা পড়ে না,
প্রতিটা পদে একটা করে কবিতা রচিত হয়,
যে কবিতা দিয়ে সৃষ্টি হয় অমর এক মহাকাব্য ।
আমি এমন একটা নদী হয়ে বয়ে চলি,
যে নদীর কোন ঢেউ নেই,
আমি আকাশের নীলে এমন করে মিশে যাই ,
যেখানে পিন পতন নীরবতা,
ক্ষণে ক্ষণে হয়ে যাই অগ্নিগিরি,
আবার নীল শান্ত জলে নীরবেই স্নান করি,
আমি অতন্দ্র প্রহরী কাটুক না-হয় প্রহর যুগ যুগ,
স্পর্শ পেয়েছি, পেয়েছি স্পর্শ হৃদয় নেচে একবার বলে উঠুক।
তোমার ঠোঁটে গোলাপের রং দেখতে আমি ছুটছি না,
বনলতার মতো চোখ হবে,
পৃথিবীর সবটুকু কালো দিয়ে ঝলমলে কেশ হবে,
এমন বিভোর স্বপ্ন আমি পুষছি না।
আমি খুঁজে ফিরি সেই মুখ,
কথা না শুনেই যে অনেক কথা বুঝে ফেলে,
আমি খুঁজে ফিরি সেই অভিমান,
যে রাগে শুধু কাছে আসার গল্প বলে।
আমি খুঁজে ফিরি সেই মুখখানি,
যার হৃদয়ে হৃদয় রেখে আমি মধুর স্বপ্ন বুনি।।