পরকীয়া
হালিমা সুলতানা
তারিখ :২৭-১১-২০২৪খ্রি.
শেয়াল বিয়ে পালকি নিয়ে
যাচ্ছে বুড়ো শেয়াল খুড়ো
বেজায় খুশি শেয়াল মিঁয়া।
মুরগী খাবে সবাই যাবে
লাল শাড়িতে বউ বাড়িতে
লাগছে দেখো দেখতে টিয়া।
বরের গাড়ি যাচ্ছে বাড়ি
শেয়াল এলো বউটা গেলো
পরের পা টা খামচে ধরে।
কান্না করে শেয়াল ঘরে
বউটা পেলে যাবেই রেলে
বউ না পেয়ে শেয়াল মরে।
স্বপ্ন গুলো আজকে ধুলো
শেয়াল হাঁটে নদীর ঘাটে
ঝাপসা চোখে অশ্রু ঝরে।
রঙিন চোখে কষ্ট বুকে
খুঁজেই ফিরে বউকে ঘিরে
স্মৃতি সকল মনেই পরে।
নষ্ট মনে ক্লান্তি ক্ষণে
বউটা আসে বাড়ির পাশে
পরকীয়ার এমন রীতি।
জীবন শেষে গেছেই ফেঁসে
সন্ধ্যা বেলা হয়নি খেলা
ভালোবাসার হয়নি ইতি।