পদ্য কবিতা
কবিতা—যুদ্ধের বিভীষিকা
কলমে —চন্দন বৈদ্য
তারিখ-০১/০৭/২৫
যুদ্ধের খেলায় সর্বস্বান্ত
চালায় যারা নিধন,
সন্ত্রাস বাদ যে ছড়িয়ে দেয়
কি করি সম্বোধন।
অর্থনীতির ব্যাপক ক্ষতি
জনসাধারণ মরে,
যুদ্ধ খেলায় কেন মাতে
সুখ তাদের কি অন্তরে।
যুদ্ধ বিনা শান্তি চাই যে
গড়ি সুন্দর যে সমাজ,
গদির লড়াই যুদ্ধে মেতে
স্বার্থে জড়িয়ে আজ।
জীবন ধ্বংস যুদ্ধে হানে
তার ভয়াল বিষে,
এই কেমন যে বিচার বলে
রাষ্ট্র নেতা শীর্ষে।
ভয়ানক যে পরমাণু
অস্ত্র ধরায় হানে,
ওই অনলে জ্বলে যে বুক
বিশ্বের জনগণে।
তাই যুদ্ধ নয় শান্তি চাই যে
গড়ো শুদ্ধ সমাজ,
সুন্দর দেশে সুন্দর স্বপ্নে
গড়ে উঠুক আজ।