পঞ্চমালার সদস্য ও শিশু-কিশোরদের নিয়ে ঈদ আনন্দ আয়োজন সম্পন্ন:
ঈদ আনন্দে এবার নতুন মাত্রা যোগ করল “পঞ্চমালা বাংলাদেশ।” শিশু-কিশোরদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়ার মাধ্যমে অত্যন্ত আমোদপূর্ণ দিন পার করল পঞ্চমালার সদস্যগণ। এবারের আয়োজনে মূল অতিথি ছিলো সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে শিশুদের দল। তাদেরকে ঈদের নানা গল্প শোনানো থেকে শুরু করে নানা বাহারী খাবার পরিবেশন করা হয় এবং সাথে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। শিশুরা এতে অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লতায় কাটায়। ঈদের খুশি তাদের সাথে ভাগাভাগি করে “পঞ্চমালা বাংলাদেশ”ও আনন্দিত। উক্ত আয়োজনে শিশুদেরকে পঞ্চমালার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা কার্ড বিতরণ করা হয়। প্রতিটি ঈদে এমনই নানা আয়োজন করে থাকে সংগঠনটি। সকলের সহযোগিতা এবং পরিশ্রমে আয়োজন হয়ে উঠে চমৎকার। সহযোগিতায় ছিলেন হুমায়ুন কবির, ইহানুল কবির, উম্মে জেসমিন, আলহাজ্ব ইমদাদুল হক, তাসনোভা তুশিন, মহসীন উদ্দিন টমাস, সাবিনা কবির, রাব্বি, শাহনেওয়াজ সৈকত, আবিদ, রাখি, পাখি, অঙ্কিতা, তীর্থ, তীর্য, তানুষ তুস্নিকা, সোপান, অরূপসহ “পঞ্চমালা,বাংলাদেশ” এর অন্যান্য সদস্যগণ। “শিশুদের সাথে ঈদ হোক আনন্দময়” – এটাই ছিলো উক্ত আয়োজনের মূল প্রতিপাদ্য।এরকম অনুষ্ঠান শিশুদের উপর তাদের সামাজিক মূল্যবোধ বিকাশের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এবং শিশুরাও এরকম অনুষ্ঠান করে আনন্দিত। পঞ্চমালা তাদের এই ধারা আগামীতেও ধরে রাখবে এমনটাই জানা গেছে প্রতিষ্ঠাতার পক্ষ থেকে। প্রতিষ্ঠাতা আরও জানান, ঈদে মূল আকর্ষণে শিশুদের আনন্দ। তাই তাদের সংগঠন শিশুদেরকে নিয়ে ভিন্নধর্মী এই আয়োজনে খুবই খুশি। যা তাদের জন্য অন্যরকম এক আনন্দ এনে দিয়েছে।