নি:সঙ্গ জীবন!
রকিবুল ইসলাম।
০৬.০৭.২৫।
আঁকো যার ছবি!
তব মানস ভূমি,
উর্বর যার লাগি।
খোঁজনি তারে তুমি!
আছে যথা রীতি,
হতে তোমা সাথী।
আমি সদা সখি,
তুমি বিহনে জ্বলি,
বাজায় ব্যথার বাঁশি!
সে’জন অভাগা অতি!
ঘটিয়ে ভ্রমের ইতি,
বোঝেনি তোমার প্রীতি।
আমিও দূর্ভাগা আজি!
পাইনি তোমারে সাথী,
নি:সঙ্গ জীবন যাপি।