1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

নষ্ট সময়ের কাব্য  কবি সৈয়দ জাহিদ সরোয়ার গাবতলা,আটরা,ফুলতলা,খুলনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

নষ্ট সময়ের কাব্য
কবি সৈয়দ জাহিদ সরোয়ার
গাবতলা,আটরা,ফুলতলা,খুলনা
28/5/24

বছর গুনতে গুনতে আমরা ক্লান্ত,
এক, দুই, তিন… ষোলো!
সময় যেন স্থবির এক দানব,
যে গিলে নিয়েছে আমাদের স্বপ্ন,
আমাদের রক্ত, আমাদের ঘাম।
ফসলের মাঠ কেমন নিস্তব্ধ,
মাটির গায়ে নেই উর্বরতার ঘ্রাণ,
শুধু কোলাহল শোনা যায়—
শেয়ারবাজারের ধসে, ব্যাংকের ফাঁদে,
নোটের গন্ধে লুটেরা ভিড় জমায়।
আমাদের ভোটাধিকার কেমন যেন পুরনো গল্প,
একটা কাগজ, একটা সিল, একটা বাক্স,
আর তার আগেই ঠিক হয়ে যাওয়া ফলাফল।
আমরা শুধুই দর্শক,
নিজেদের দেশেই ভাসমান প্রান্তিক মানুষ।
শহরের মোড়ে মোড়ে উঁচু দেয়াল,
লম্বা গাড়ি, কালো কাচের আড়ালে হাসির ঝলক।
আর আমাদের চেনা মুখগুলো?
তারা তো খুঁজে বেড়ায় একটু ন্যায়বিচার,
কখনো কোর্টের বারান্দায়,
কখনো নিখোঁজ তালিকায়।
অথচ আমরা চুপ,
আমাদের ঠোঁট শক্ত করে সেলাই করে দেওয়া হয়েছে।
আমাদের শব্দহীনতা মানেই নিরাপত্তা,
আমাদের নীরবতা মানেই বেঁচে থাকা।
এই দীর্ঘ ষোলো বছরের ঘুম ভাঙবে কবে?
এই শেকল, এই দেয়াল,
এই ক্ষমতার মঞ্চ ভেঙে
আমরা কবে সত্যের আলোয় হাঁটবো?
নাকি এই অন্ধকারেই আমাদের নাম লিখে যাবে ইতিহাস?

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট