দৈনিক সেরা কবিতা প্রকাশ
ইচ্ছে করছে
মুরুলী ধর গোস্বামী
১১-০৭-২৫
ইচ্ছে করছে চলে যাই দূর
সবার সাথে দিই আড়ি
যাবই আমি নৌকা চড়ে
ফিরব না আর নিজ বাড়ি।
এক ঘেয়েমির হাত থেকে ভাই
যেতে আমায় যে হবে,
স্মৃতি আমার মনের মাঝে
সব দিন গুলি এক রবে।
ঐ দেখা যায় নাও চালিয়ে
আসছে আমার মাঝি ভাই
দেব পাড়ি সকল ছাড়ি
মনে খুশি ধরে নাই।
তোমার আশায় বসে আছি
ডাকি সদাই নাম ধরে
পার করে দাও ওহে মাঝি
পাবে পারের দাম পরে।
একলা থাকা জীবন আমার
তুমি আমায় নিয়ে যাও,
মনের মাঝে অনেক আশা
তোমার কাছে তুলে নাও।