দৈনিক কবিতা
শিরোনামঃ পিতৃ গৃহ-ই পাঠশালা
কলমে – রেবা ডাকুয়া মিস্ত্রী
তারিখ – ১৩/০৬/২০২৫
পাঠশালা মোর পিতৃ গৃহ শিক্ষাগুরু মাতা,
শতকিয়াও কড়াকিয়া শিখিয়েছেন পিতা।
গন্ডা কিয়ার হিসেবেতে সময় গেল বেশ,
আদব কায়দা রীতি মা শিখালেন বিশেষ।
সততার পাঠ পড়িয়াছি পিতৃদেবের কাছে,
হৃদয়ের রাস্তা পেটেই মা শেখালেন পাছে।
বিবাদে কষ্ট বাড়ে তাহা থেকে দূরে থেকো,
হৃদি বন্ধনে সম্পর্ক সব এক সুতায় রেখো।
মানবতার দৃঢ় শক্তিতে ভয়কে করিও জয়,
কর্মে আনে সফলতা একথা জানিও নিশ্চয়।
আদর্শই মূল মন্ত্র তাহা শিখালেন গুরুজনে ,
শঠতায় বিনাশ আনে বুঝালেন আপন জনে।
বড়কে শ্রদ্ধা ছোটকে স্নেহ শিখেছি ছোট্টকালে,
ভক্তির পাঠ পড়িয়াছি সংস্কৃতির বেড়াজালে।
মনুষ গড়ার আসল শিক্ষা সব পরিবার দেয়
বহু গুণীজন সেই শিক্ষাতে বিশ্ব করেছে জয়।