দৈনিক কবিতা প্রতিযোগিতা শিরোনাম - বন্ধু চলো বহু দূর
কলমে- কামরুন নাহার বিশ্বাস
তারিখ- ২৬/০৭/২০২৫
বন্ধু আমায় নিয়ে চলো দূরে
এই রুদ্ধ পিঞ্জর ছেড়ে,
প্রানচঞ্চল পাখিদের দলে মিশে
মুক্ত বন বনানী বেড়াবো উড়ে।
যেথায় থাকে বিশুদ্ধ হৃদয়
নির্মল বিশুদ্ধ বায়ু লাগে প্রাণে,
প্রভাতে যেখানে বিধাতা দেন রবি
আলোর আভা ছোঁয় পাখির গানে।
এখানে সরল জীবন মেলা ভার
কারো মনে নেই মিলনের সুর,
সবুজের ছোয়া নেই বিষাক্ত বায়ু
দূষণ ছেড়ে চলো বন্ধু বহুদূর।
আলয়ে বিহগের সুর নেই
মন- প্রাণ বিষন্ন আর উচাটন,
সকাল সাঁঝে মুক্ত পাখি গাহে না
চলো মুক্ত বাতাসে স্বাশ নেবো ভরে মন।
চলো বন্ধু শান্ত নিবিড় বন্য ছায়ে
বুনোলতায় হর্ষে খাবো দোল,
সুবাসিত মোহিনী ফুলের গন্ধে
ভরাবো মন, সেথায় যাবি বল!