দৈনিক কবিতা প্রকাশ
“স্বপ্ন তুমি”
কলমে~*শেখ কামাল*
রচনা-১৯/০৬/২০২৫-খ্রীঃ
অদ্য-১১/০৭/২৫
ইচ্ছে করি ঘুমিয়ে পড়ি
নিদ আসেনা নয়নে,
চক্ষু যুগল যদিও বুঁজে
তোমায় খুঁজে স্বপনে।
চাঁদ তারকা সূর্য তুমি
আপন হৃদয় ভুবনে,
অহর্নিশি দীপ্ত শশী
শুভ্র আলোর বসনে।।
প্রেম কাননে ফুল গো তুমি
খুশবু মালা পড়ালে,
আপন গন্ধে উদ্ভাসিত
ভালোবাসায় জড়ালে।
অমাবস্যার চাঁদ গো তুমি
অভিমানে আড়ালে,
জ্যোৎস্না স্নানে সিক্ত প্রাণে
পেলামনা সেই নিরলে।।