1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন

দৈ‌নিক ক‌বিতা প্র‌কাশ  শি‌রোনাম~সম‌য়ের গুরুত্ব কল‌মে~‌শেখ আইনুল হা‌কিম তা‌রিখ~২৬\০৭\২০২৫\

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

দৈ‌নিক ক‌বিতা প্র‌কাশ
শি‌রোনাম~সম‌য়ের গুরুত্ব
কল‌মে~‌শেখ আইনুল হা‌কিম
তা‌রিখ~২৬\০৭\২০২৫\
সময়‌কে মোরা যতই ক‌রি অব‌হেলা,
সময় সময়মতই দেখায় তার খেলা।
জীবনের গুরুত্বপূর্ণ সময় এক‌টি অংশ,
কখ‌নো গ‌ড়ে আবার কখ‌নো ধ্বংস।

প্রয়োজন ছাড়া সময় কথা ব‌লেনা,
অবস্হা না বু‌ঝে সময় চ‌লেনা।
‌যে যেমন ইচ্ছমত ব্যবহার ক‌রে,
সময় নি‌য়ে ভা‌বেনা এক‌টিবা‌রের ত‌রে।

এক‌টিবারও ভা‌বেনা সম‌য়ের গুরুত্ব,
সদাই রা‌খে সম‌য়ের সা‌থে দূরুত্ব।
সময়‌কে নি‌য়ে ক‌রে অ‌নেক অব‌হেলা,
সময় হ‌লে দেখায় তার খেলা।

বয়‌সের মা‌ঝে সময় ক‌রে বাস,
‌দিন , সপ্তাহ, আসে বছর মাস।
সময় ফু‌রি‌য়ে মোরা সময় চাই।
সময় হ‌লে বুঝায় সময় নাই।

সম‌য়ের ব্যবহা‌রে থা‌কে সাফল্য ব্যর্থতা,
সম‌য়ের ব্যবহা‌রে লু‌কি‌য়ে থা‌কে স্বার্থতা।
সময় থাক‌তে তার গুরুত্ব বুঝো,
সমকে ব্যবহার ক‌রে সাফল্য খুঁজো।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট