দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম : হাট বাজার
কলমে: দীপিকা হালদার
তারিখ :২৩-০৫-২৫
হাটে বাজারে নানান সবজি
এসেছে সাজি ভরে ভরে,
হলুদ, সবুজ, বাহারী রঙের
দেখলেই কিনতে ইচ্ছে করে।
খাওয়ার চেয়েও দেখায় সুখ
তাই কিনেছি থলে ভরে,
লালশাক, ঝিঙে, পটল, উচ্ছে
এনেছি হাতে বেছে ধরে।
সুস্থ থাকতে ভাতের চেয়ে
সবজি খেতে হবে বেশি,
আবার মাছ মাংস না খেলে
বাচ্চার বাড়বেনা শক্তি পেশী.