দৈনিক কবিতা প্রকাশ
শিরোনামঃসতেরো কোটি বাঙালি
কলমেঃরোজিনা খাতুন
তারিখঃ০১/০৮/২০২৫
মাঝে মাঝে ভাবলেই হাসি পায়
আমরা বাঙালি কত বোকা,
বোকামির কারনেই মোড়ল সাহেবরা
প্রতিবারই দেয় শুধু ধোঁকা।
বিশ্বাস করেই ছাড়ি ময়দান
রাখেনা কেউ তার মান,
সুযোগ সন্ধানি মোড়ল সাহেব
কেড়ে নেবেই কারো প্রাণ।
সাধুর বেশে বৈরাগী গো
কোথায় হেটে হেটে যাও,
যে পথে গেছে আগের মাঝি
তেমনি তুমি বৈঠা বাও?
সতেরো কোটি বাঙালি দেখছে খেলা
আর কত তোমরা পারো,
সুযোগে আছে প্রতিবাদ করার
সময় থাকতে সুধরে পড়ো।