দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম — জীবনের সকল আশা
কলমে – মাহবুব আলম বুলবুল
তারিখ – ০১/৮/২৫
তুমি আমার ভালোবাসা
জীবনের সকল আশা,
সারা জীবনের জন্য আমার
প্রেম খেলার পাশা।
তোমার জন্য দিতে পারি
সাগর আমি পাড়ি,
আমার প্রতি যদি তুমি
না করো আঁড়ি।
আমার মন লুকিয়ে আছে
তোমার মনের মাঝে,
তোমার ছবি ভাসে চোখে
সকাল দুপুর সাঁঝে।
তুমি ছাড়া জীবন আমার
পদ্ম পাতার জল,
তোমার জন্য আছে আমার
শক্ত মনোবল।
তুমি ছাড়া দিনের শেষে
রাত আসবে না,
আমার মত কেউ তোমাকে
ভালোবাসবে না।
তুমি আমার ভালো লাগা
কবিতা লিখার কলম,
তুমি আমার কাটা ঘায়ের
ভালোবাসার মলম।