দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম: দৌড়
কলমে : ডাঃ অশোক খাঁড়া
তারিখ: ১.৮.২০২৫
ছুটছে ছাত্র ছুটছে ছাত্রী
ইঁদুর দৌড়ে প্রথম হবে,
ক্লাসে চাই প্রথম স্থান
দৌড় কি থামবে তবে?
রেসের মাঠের ঘোড় দৌড়
টাকার পিছনে ছুটছে মানুষ,
হিসাবে যখন হয় গরমিল
শূন্য পকেটে হয় হুঁশ।
রকেট বেগে উন্নতি চায়
শুধু টাকা চাই টাকা,
জুয়া খেলে সব হারায়
দৌড়তে দৌড়তে সব ফাঁকা।
খেলার মাঠে দৌড় আছে
দৌড়চ্ছে বাড়ি থেকে অফিস,
দৌড়ে গাড়ি ধরতে গিয়ে
শেষে জীবনটাই হল ফিনিস।
কে কাকে পিছনে ফেলে
দৌড়ে যাবে সবার আগে,
রাজনীতির মঞ্চেও দৌড় প্রতিযোগিতা,
ভাল মন্দ দুই ভাগ্যে।
দৌড়লে কতটা মানুষের জন্য
কে রাখে তার হিসাব,
মানুষের সেবায় মানুষ ছোটে
সেটাই প্রকৃত মানুষের স্বভাব।