দৈনিক কবিতা প্রকাশ
শিরোনামঃ জানতে ইচ্ছে করে
কলমেঃ সরোয়ার সরকার
তারিখঃ ১-৮-২০২৫
জানতে ইচ্ছে করে
ঐ মানুষ রূপী হায়না থেকে
ওরা মানুষ হবে কবে..?
ওরা মানবতাহীন মনুষত্বহীন
আর কত দিন রবে..?
জানতে ইচ্ছে করে
ওরা শান্ত হবে কবে..?
এত জ্বালাও পুড়াও ভাঙচুর
ধর্ষন খুন লুণ্ঠন রাহাজানি,
আর কত দিন হবে..?
জানতে ইচ্ছে করে
সন্ত্রাস চাঁদাবাজি জবরদখল
আর কত দিন রবে ..?
যারা সাম্যের কথা বলে
তাদের বৈষম্যের যাঁতাকলে
আর কতদিন নিষ্পেষিত হবে..?
শুধু জানতে ইচ্ছে করে
কোথায়, কে দিবে তার উত্তর..?
যেথায় বাধাহীন স্বার্থে ক্রোধে
মারছে মানুষ ছুঁড়ে প্রস্তর ।
কবে বন্ধ হবে এই হাহাকার,
কবে পাবে সবে অন্যায়ের প্রতিকার..?
অত্যাচারীর অবিচার অনাচারের
কবে হবে সুবিচার..?
কবে পাবে প্রতিটা মানুষ মুক্ত কন্ঠে
কথা বলার অধিকার..?