1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

দৈনিক কবিতা প্রকাশ  শিরোনাম- আমি আছি কলমে- চন্দ্র শেখর দে তারিখ- ২৩-০৫-২৫

  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

দৈনিক কবিতা প্রকাশ 
শিরোনাম- আমি আছি
কলমে- চন্দ্র শেখর দে
তারিখ- ২৩-০৫-২৫
_________
আমি আছি, আমি আছি …..
তোমার হৃদয়ে আজও আমি বেঁচে আছি।
শত ব্যস্ততার বিচরণের মাঝে কারণে অকারণে তোমারই মনে,
আমার শূন্যতার চিন্তাশক্তি প্রবাহিত হয় তোমার স্নায়ুতন্ত্রের প্রাণে।

আমি আছি তোমার কবিতার নীল নক্ষত্রে,
দিশাহীন জনসমুদ্রের ঝঙ্কারে স্বরতরঙ্গে ।
মেঘ বালিকার মাঝে প্রাণ খুলে হাসি তোমারই সঙ্গে,
শান্তির বারিশ খুঁজে পাই তোমারই শব্দের তরঙ্গে।

আমি আছি প্রতিনিয়ত তোমারই স্বপ্নের মাঝে,
তাইতো তোমার নীলচে মন বাহির হয় আমারই খোজে।
যেখানে মনকে করে ক্ষত বিক্ষত মিথ্যার আঘাতে,
তবুও আমি আছি বাস্তবে এই নিষ্ঠুর জগতে।

আমি আছি উৎকণ্ঠাময় আবেগে অশ্রুসিক্ত জলছবি হয়ে,
হৃদ সাগরের সৈকতে অস্থির বিচরণে তোমারই হয়ে।
আমার বিদ্রোহী উপস্থিতি বহু প্রেরণার কাছাকাছি,
বিশ্বাস করো বা নাইবা করো তবুও আজও আমি আছি।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট