দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম: সৃষ্টি
কলমে : অশোক খাঁড়া
তারিখ: ২৬.৭.২০২৫
সৃষ্টি সুখে যে আনন্দ সৃষ্টি কর্তা জানে,
কলম সৈনিক লেখে খুশি মনে প্রাণে।
সাহিত্যকে ভালবেসে মস্তিষ্কে ভাবনা,
শব্দাক্ষরে ফুটে ওঠে কবির কল্পনা।
মাতৃগর্ভে সৃষ্টি দেখে নারী হয় তৃপ্ত,
পুত্র কন্যা ধারণের ইচ্ছা ছিল সুপ্ত।
সৃষ্টি দেখে নাচে গানে মাতে পরিবার,
শিশু হাসে মাতৃক্রোড়ে আনন্দ সবার।
সৃষ্টি স্থিতি লয়ে চলে চিরন্তন সত্য,
বিশ্ব জুড়ে দেখ তুমি সৃষ্টি হচ্ছে নিত্য।
সৃষ্টি সুখের উল্লাসে জীবন মধুর,
মানব জমিনে ভরে সৃষ্টির অঙ্কুর।
ঈশ্বর কি সৃষ্টিধর বিজ্ঞানীরা জানে,
তর্কে থাকে বহুদূর যত অন্ধ জনে।