দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম - লেখনীর অবদান।
কলমে-নিতাই শর্মা
তারিখ -২৬-০৭-২০২৫
লিখনী কলম নামে চির পরিচিত,
রক্তপাতহীন অস্ত্ররূপে চলে অবিরত।
মনের ভাব প্রকাশ করি মুখে ,
চিরতরে রাখা যায় খাতায় লিখে।
মুখের ভাষা হারিয়ে যেতে পারে,
লিখাটা অম্লান থাকে চিরতরে।
আজকের ভাষা হারিয়ে যায় মৃত্যুতে,
কলমের লিখা স্থায়ী থাকে ভবিষ্যতে।
অস্ত্রের আস্ফালনে রাজ্য জয় হয়,
মন জয় করা কঠিন ইতিহাস কয় ।
রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন বিশ্বজয় ,
বিনা অস্ত্রে রক্তপাতহীন আজো অক্ষয়।
জন্ম মৃত্যুর ফরমান কলমে লেখা হয়,
জীবনে চলার পথে কলম সহায়।
এক স্বাক্ষরের তরে মৃত্যু দন্ড হয়,
কলমের খোঁচায় প্রাণ বেঁচে যায় ।
জীবন এক সংগ্রাম সকলের জানা ,
কলম সংগ্রামের হাতিয়ার নয় অজানা।
সাহিত্য সংস্কৃতি মানব জীবনের ছন্দ,
কলম সাহিত্যের অস্ত্র নেই কোন ধন্ধ।