দৈনিক কবিতা প্রকাশ
শিরোনামঃ ছন্নছাড়া মানুষ
কলমেঃ মোঃ রজব আলী
তারিখঃ ২৬/০৭/২০২৫ ই
ছন্নছাড়া মানুষ যারা
পথে পথে ঘুরে,
কারো সাথে দেখা হলেই
গল্পটা দেয় জুড়ে।
তাদের মনে সর্বক্ষণে
কষ্ট জমা আছে,
গল্প বিনে ভবের দিনে
কেমন করে বাঁচে?
তাই তো চেনা মানুষ দেখলে
গল্প করতে আসে,
গল্প করে কষ্ট ভুলে
থাকতে চায় যে পাশে।
একা যখন নিরব বসে
বুকে কষ্টের চিতা,
পায় না কোনো সাথি খুঁজে
না পায় কোনো মিতা।
ঠিকানা হীন কতই মানুষ
কষ্ট তাদের মনে,
তাই তো তারা দিবানিশি
ঘুরে প্রতি ক্ষণে।