দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম-- শৃঙ্খলা
কবির নাম--জাহানারা মাহবুব
তারিখ--২৬/০৭/২০২৫
সকালের কাজ ফেলে রাখবো না
দুপুরের জন্য,
দুপুরের কাজ ফেলে রাখবো না
বিকেলের জন্য,
বিকেলের কাজ ফেলে রাখবো না
রাতের জন্য।
জীবনের অনির্বাণ শিখা
জ্বালাতে হলে
চাই নিয়ম,চাই শৃঙ্খলা
চাই দৃঢ়তা।
মানুষ বিধাতার সৃষ্টির
সেরা জীব,
পারবোনা এ কথাটি
বলবো না আর,
সৃষ্টির সেরা মানুষ আমরা
মানবো না হার মানবো না,
মঙ্গল গ্রহে যেতে ও আমরা
পিছু হটবো না।
বিজ্ঞানকে করবো জয়
আলো ছড়াবো ভূবণময়,
কথা নয়, কাজ করে
জ্বালবো বাতি ঘরে ঘরে,
জীবন হবে ধন্য, মানুষ হবো পূর্ণ্য।