দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম- মাটি
কলমে-নিত্যানন্দ বিশ্বাস
তাং- ২৬।০৭।২০২৫
শহর মাটিতে ওঠে অট্টালিকা ঘর
পল্লি গাঁয়ে ওঠে শত মাটিরই ঘর।
অট্টালিকা তৈরি হয় পোড়া যে মাটির
মাটির ঘর তৈরি তো কাঁচা যে মাটির।
রং করে অট্টালিকা হয় যে রঙিন
রং না করে এ ঘর থাকে রংহীন।
অট্টালিকায় বসতি উঁচুতলা লোক
মাটির ঘরে বসত নিচুতলা লোক।
ভূমিকম্প হলে পরে ভিক্ষারির বেশে
একসাথে থাকে তারা মাটিতেই মিশে।
ধনী গরিব ভুবনে নাই ভেদা ভেদ
মৃত্যুর পর একই স্থানে সমবেত।
বঙ্গকবি নিত্যানন্দ-এর এই আশা
মৃত্যুর পর বাংলার মাটিই ভরসা।
আস্কর, আগৈলঝাড়া, বরিশাল
বাংলাদেশ।