দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম — দাঁড়াও সময় দাঁড়াও l
কলমে — অজিতা মুখার্জী l
তারিখ — ২৬ /০৭ /২০২৫
সময় তুমি ছুটছো কেনো
কিসের কথা বলতে ?
একটু থামো দৌড়িও না
পারছি নাতো চলতে l
ঘড়ির কাঁটার বিশ্রাম নাই
ঘুরছে সারা দিন ,
রাতেও সে ঘুমোয় না
জেগে থাকে প্রতিদিন l
একটু যদি থামতো সময়
কাজের সুবিধা হতো ,
মানুষ গুলো ছুটতে ছুটতে
একটু বিশ্রাম পেতো l
ছোটে সময় , ছোটে মানুষ
ছোটে সকল বেলা ,
ছুটতে ছুটতে একটা সময়
শেষ হয়ে যায় খেলা l