দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম -মনের কথা বলবো
কলমে – মাহবুব আলম বুলবুল
তারিখ -২৬/৭/২৫
বলতে আমি চাইনি কভু
তবু বলতে হলো,
বিকাল বেলা পদ্মার পাড়ে
বেড়াতে যায় চলো।
পদ্মার কূলে বলে দুজন
মনের কথা বলবো,
ভালোবাসার শিকল পড়ে
সারা জীবন চলবো।
বর্ষা কালে পদ্মার বুক
ভরে গেছে জলে,
নয়ন ভরে দেখার পর
ফিরবো সন্ধ্যা হলে।
ইচ্ছা মত ঘুরবো মোরা
খুলে প্রেমের প্রাণ,
মনে রাখবো দিবো নাকো
লোকের কথায় কান।
তুমি আমার ভালোবাসা
জানা তোমার আছে,
লজ্জার কোন কারণ নাই
থাকতে আমার কাছে।
আমি ছাড়া জীবন তোমার
হয়ে যাবে অচল,
আমায় তোমার পাশে রাখলে
থাকবে মন স্বচল।