দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম★ধন্য হবো আমি
কলমে★মোহাম্মাদ নাঈম কাকন
তারিখ★১১/০৭/২৫ সন
এই আমায় আমি যদি রাখি নিড়ালি
তিল তিল জীবন নিঃশ্ব করে ফেলি।
তবুও কি এক বিন্দু জল তোমার চোখে
বিরহীনা বিরহে ঝরবেনা বলো কি?
তা দেখে মন' ধন্য হবো যে আমি...
চঞ্চল বাতাস যেমন নদীর ঢেউ দোলে
টিপ টিপ বৃষ্টির কান্নার ঝড় তুলে।
তোমার এমন অনুভূতি যদি হয় মন
আমার জগৎ হবে অনন্য লিখন।
যা দেখে কিছুটা স্বস্তি পাবো আমি...
রাত্রির ছোঁয়ায় গুণ গুণ জোনাক জ্বলে
চঞ্চল পতঙ্গ প্রদীপে পুড়ে দলে দলে।
তোমার মনটা কি পারবে অমন করে?
আত্ম বিসর্জন দিতে অকাতরে।
যা দেখে হাসি মুখে মরবো আমি...