দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম :– বিদ্যালয়ের শাসন
মোহাম্মদ শফিউল্লাহ মিয়া ভাই
তারিখ ২৩ ০৫ ২০২৫
পড়া না পারিলে মাস্টার মশাইয়ের
হাতে খেতে হতো কানমলা।
তখনকার দিনে শ্রেণিকক্ষে ছিল,
কড়া নিয়ম-কানুন আর শৃঙ্খলা।
বেতাঘাতের ভয়ে আমরা সবাই,
শ্রেণিকক্ষে থাকতাম নিরব নিস্তব্ধ।
রুটিন মাফিক প্রতিদিন হাতের লেখা,
শ্রেণিকক্ষের পড়া করতাম মুখস্থ।
পড়া না পারিলে খেতে হতো বেতাঘাত,
ছাত্র অভিভাবকের ছিলনা কোন প্রতিবাদ।
স্কুলের নিয়ম কানুনে ছিলনা কারো হাত,
শাসন বারণ নিয়ে ছিল না কোন অজুহাত।
শাসনের সংস্কৃতি উঠিয়ে দিয়ে আজ,
ছাত্রদের হয়েছে নৈতিক শিক্ষার অবক্ষয়।
বিবেকের শিক্ষা ও সুশিক্ষার হয়েছে পরাজয়,
শাসন করা নিষেধ অভিভাবক শিক্ষককে কয়।
শিক্ষকের হাত থেকে বেত কেড়ে নিয়ে,
উঠিয়ে দিয়েছে ছাত্রদের মনের ভয় ভীতি ।
শাসন বারণ মানে না আজকের ছাত্ররা,
ছাত্র শিক্ষকের সম্পর্কের হয়েছে অবনতি।
শিক্ষকের উচিত ছাত্রদের কে নিজের,
সন্তানের মত আদর যত্নে শিক্ষা দেওয়া।
অমানুষের মতন নির্যাতন করিলে কখনো,
ছাত্রদের পক্ষে হবে না সুশিক্ষা নেওয়া।
আদর সোহাগ শাসন করিও না বারণ,
সুন্দর গ্রহণযোগ্য শিক্ষা নীতি কর প্রণয়ন।
সু-দৃষ্টিকোণ অন্তরে ভিতর করিও ধারণ।
শিক্ষার পরিবেশ নষ্ট করিও না অকারণ।