দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম–সোনার মদিনা
কবির নাম–জাহানারা মাহবুব
তারিখ–১১/০৭/২০২৫
তোমার জন্য কাঁন্দে মন যারে যার
কে বলেছে তুমি আছো সোনার মদিনায়
নবী আছে কলিজার ভেতর
জান কি সবাই।
নবীর জন্য আছি আমরা সুন্দর এ ধরায়
ভাবিয়া কর স্মরণ, নবীকে কর বরণ মন পিঞ্জিরায়।
কে বলেছে নবী আছে সোনার মদিনায়
মায়াবতী নবী আছে উম্মতের শিরায় শিরায়,
কতো কষ্ট করে নবী লুকালো হেরায়।
দয়াল আল্লাহ করলো দান
ইকরা, বিসমি, রাব্বীকায়
আকাশ কাঁন্দে, বাতাস কাঁন্দে,কাঁন্দে চন্দ্র, সূর্য , গ্রহ, তারায়।
আরো কাঁন্দে বৃক্ষ-লতা, পশু-পাখি
ফোরাত নদী নীল দরিয়ায়
নবী যদি না আসিত
কাকে দিত ইসলামের জীবন দলিল
আল-কোরআন আল্লাই।