দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম- ছোট্টবেলা
কলমে-দুলাল চন্দ্র দাস
তারিখ-১১/৭/২৫
ছোট্ট বেলায় বর্ষা কালের
দিনগুলো মনে পরে,
টাপুর টুপুর সারা দুপুর
মন থাকতোনা ঘরে।
কাঁদায় ভরা গ্রামের পথঘাট
স্কুলের মাঠেও জল,
কদম শাখায় ফুলেরা দোলে
নানান ফুলও ফল।
বাদল ঝরা বৃষ্টি ভেজা
বর্ষা কালের দিনে,
কলার ভেলায় দিন কাটাতাম
মায়ের বকা বিনে।
শাপলা শালুক আনতাম তুলে
বিলের মাঝে গিয়ে,
কাগজ নৌকা ভাসিয়ে দিতাম
নালার জলে গিয়ে।
ছুটির দিনে কাদায় জলে
খেলতাম সারা দিন,
নদীর পাড়ে বর্শি হাতে
ধরতাম কত মিন।