দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম: অঙ্গীকার
কলমে: হিফজুর রহমান লস্কর
তারিখ ১১/০৭/২০২৫
বাড়ছে মানুষ বাড়ছে আবাদী
বাড়ছে না তো মাটি,
বিশ্বজুড়ে বাঁচার লড়াই
কথাটা ভাই খাঁটি।
খাবার চাই বাসস্থান চাই
চাওয়ার নেই অন্ত,
অভাব পূরণে ব্যর্থ মানুষ
হচ্ছে দিকভ্রান্ত।
বাড়ছে মানুষ বাড়ছে সমস্যা
সমাধান তার কই,
প্রকৃতি ভার বইতে পারে না
অবাক হয়ে রই।
অজ্ঞতা আর কুসংস্কারে
হয়না জন্ম নিয়ন্ত্রণ,
দারিদ্র্যতায় ধুঁকছে বিশ্ব
সচেতন হই জনগণ।
বাড়ছে মানুষ বাড়ছে আবাদী
খাদ্যদ্রব্যের পড়ছে টান,
জমির লড়াই করতে গিয়ে
ভাই ভাইয়ের নিচ্ছে প্রাণ।
শিক্ষা দীক্ষায় এগিয়ে গেলে
হতে পারে এর প্রতিকার,
ছোট পরিবার সুখের আঁধার
এটাই হোক অঙ্গীকার।
আকাশের বুকে হাজার তারা
মিটি মিটি আলো দেয়,
চন্দ্রের আলোকে ম্লান হয় সব
বিশ্ব আলোকময়।
দশটির চেয়ে একটি ভালো
মিছে কেন করো ভয়,
পৃথিবীর বুকে দাগ রেখে যাবে
যদি সে মানুষ হয়।