দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম — ক্ষিদের জ্বালায় কাঁদে l
কলমে — অজিতা মুখার্জী l
তারিখ — ১১/০৭/২০২৫
অর্দ্ধ উলঙ্গ বাচ্ছাটা
কুকুরের সঙ্গে লড়াই করে
এক টুকরো পাউরুটি খাচ্ছে l
বহুকাল মাথায় দেয়নি চিরুনি ,
তেল , সাবান তো দূরের কথা ,
একটা পোষাক ও গায়ে নেই l
দেখে মনে হচ্ছে ওর শীত পাচ্ছে ,
কেঁপে কেঁপে উঠছে সেই l
সমুখে রাজ দরবার
বসেছে বিচারশালা ,
কত লোকের অন্যায়ের প্রতিবাদে
তাদের শাস্তি পাবার পালা l
কিন্তু ওই ছেলেটি পথে বসে
নজর পড়েনা কারোর ,
ওর মতো কত শিশু পথে
খাবার খোঁজে কুকুরের সাথে l
রাজারা পারেনি খেতে
খাবার ফেলেছে রাশি রাশি l
আর ক্ষিদের জ্বালায় কাঁদছে শিশু ,
পথে বসে দিবানিশি ll