দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম -- বলো বেশ বেশ বেশ
কলমে -- গৌতম পাল
তারিখ -- ০৭/০৭/২০২৫
খুন ধর্ষণ তোলাবাজি নয় কিছুই পাপ,
নেতার নামে করলে চুরি সাতকুল হয় মাপ!
স্বপ্ন চুরি চাকরি চুরি হবে ধরাধামে,
কার কি আছে মুরদ বলে কথা নেতার নামে!
নেতা জন্ম মহৎ জন্ম এই ভবের মাঝে,
যা খুশি তাই করতে পারে সবকিছুই সাজে।
দেশের সেবায় নেতা জীবন করেন দান,
পাপের ঊর্ধ্বে থাকেন সদাই করে গঙ্গাস্নান।
নেতা দেশের কান্ডারী রক্ষাকর্তা সবার,
নেতা চুরি করতে পারেন ভেবো না খবরদার!
এই দেশের সবকিছুই নেতার অধিকার,
নেতা দেশের ভাগ্যবিধাতা মোদের অহংকার!
কালু, বালু, মনা, অপু, নেতার শত নাম,
রাস্তাঘাটে দেখা হলেই সবাই ঠোকে সেলাম!
নেতাকে চোর বললে নেই যে নিস্তার,
নেতা ভীষণ ক্ষমতাশালী, দালাল রানীমা'র!
দেহ মন যা কিছু চাই দাও নেতার জন্য,
নেতা একটু ছুঁয়ে দিলেই জীবন হবে যে ধন্য!
আজ ভবে নেতার জীবন গেছে পাল্টে,
নেতা হবেন ভোগবাদী, সবকিছু দেবেন উল্টে।
গ্রাম শহর স্কুল কলেজ হাট কিংবা বাজার,
নেতা জন্ম নিয়ে আবির্ভূত ভবে কল্কি অবতার!
নানা জন্ম ভবের মাঝে নেতা জন্ম শ্রেষ্ঠ,
তাঁরাই ভবের ভাগ্যবিধাতা ভবের নাগর কেষ্ট!
নেতা দিয়ে জীবন শুরু নেতা দিয়েই শেষ,
নেতার নামে দাও স্লোগান, বলো বেশ বেশ বেশ!
//(চিত্রগুপ্ত)//