দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম:শৈশবের সেই দিনগুলি
কলমে: নুসরাত জাহান প্রবাসী
তারিখ-০৭/০৭/২০২৫
ছোট্ট পায়ে দৌড়েছি কাঁচা রাস্তায়, মাটির গন্ধে ভরে ছিল মন আমার আজ। হাসি-ঠাট্টায় কাটাতাম বেলা সারা, বৃষ্টির ফোঁটায় ভিজে যেত মন দুটো সারা।
পুকুরে তিরস্কার হতো মাকে, যখন জল ছুঁয়ে ফেলা হত বালতি হাতে। দাদা-দিদির সঙ্গে খেলা, গল্প-গুজব, মাটির মোড়ে ছিল আমাদের ছোট্ট সব রব।
গাছের ছায়ায় গোপন মুখরতা, পাখিরা গাইতো শৈশবের সুর লহরীটা। কদাকার মেঘে লুকোচুরি খেলা, সন্ধ্যার আলোয় ঝলমল করতো নদীর ঝলক।
আজ সেই দিনগুলো দূরে কোথাও হারিয়ে গেছে, তবু মনে পড়ে হাসি আর কান্নার খেলা। শৈশবের মধুর স্মৃতিগুলো হৃদয়ে রাখি, সেই জাদুর দিনের সুখ চিরদিনে ভালোবাসি।