দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম : জীবন তরী
কলমে : দীপিকা হালদার
তাং ০৭-০৭-২০২৫
জীবন যাত্রায় এক তরীতে
ভেসেছে সকল নর-নারীতে
যাত্রা পথের মায়াবী আলোয়
মুখোমুখি জীবন সাদা কালোয়!
ভেসে চলেছি জানা অজানা দেশে
কুল হারা ভব সাগর কোথাও কি মেশে !
সুরেলা গান ভেসে আসছে কানে
মন রাঙাই সেই গানে গানে !
ঢেউয়ের ভেলায় ভেসে ভেসে
প্রাণ দোলে নানান হাসি হেসে !
সেথায় তরী ভিরবে শেষে
যেথায় ভগবান আসেন যমের বেশে !
আমি সেথা পৌঁছে যাব
দিন শেষে মুক্তি পাব ।
সন্ধ্যা নামবে সাগর তীরে
পাখিরা ও সব ফিরবে নীড়ে !
তবুও আমার নয়ন যুগল
থাকবে আমার প্রভুকে ঘিরে !
সময় নাকি সব ভুলিয়ে দেবে
ধৈর্যের ফল মিষ্টি হবেই হবে !
রাতেরশেষে ভোরের আলো ফুটবে
অাঁধার কেটে অমানিশার কালি ঘুচবে !