দৈনিক কবিতা প্রকাশ
শিরোনামঃজয় করো পরকাল
লেখক : আমান উদ্দিন
তারিখ : ২৩ শে মে ২০২৫,
কোথায় থেকে এলাম ভবে কোথায়
শেষ ঠিকানা,
মানবজাতির গবেষণায় সাধ্য নহে
কভু তাহা জানা।
জানেন শুধু মহান খোদা যিনি জগৎ
করেছেন সৃষ্টি,
সৃষ্টিকুলের প্রতি যার সর্বক্ষণ রয়েছে
সদয় দৃষ্টি।
মানবজাতি আল্লাহ্পাকের সর্বশ্রেষ্ঠ
সর্বোত্তম সৃজন,
স্রষ্টার অস্তিত্বে অবিশ্বাসীকেও সাজা
দেন না এ ভুবন।
পৃথিবীতে মানবজাতিকে সৃষ্টিকর্তা
করেছেন স্বাধীন,
পরকালে হতে হবে কৃতকর্মের জন্য
বিচারের অধীন।
কড়ায়-গণ্ডায় নেবেন হিসাব শেষ
বিচারের কালে,
পাপিষ্ঠকে শামিল করবেন সেথায়
জাহান্নামের দলে।
জীবন আল্লাহর পথে বিলিয়ে দিয়ে
জয় করো পরকাল,
জান্নাতবাসী করবেন খোদাপাক
অগণিত অনন্তকাল।
০০০০@@০০০০
লন্ডন
যুক্তরাজ্য।