দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম – ক্ষণিকের অতিথি
কলমে – নিতাই শর্মা
তারিখ – ০৭-০৭-২০২৫
ঘুমিয়ে কাটাতে আসেনি কেউ,
এসেছি কিছু করার তরে,
কাজের সমাপ্তি ঘটবে সেদিন,
যেদিন ফিরব পর পাড়ে।
ক্ষণিকের তরে এসেছি ধরায় ,
থাকবো না তো বেশি দিন,
অভিনেতা অভিনেত্রী আমরা,
অভিনয় করি প্রতিদিন।
পুষ্প বিছানো পথ নয় ধরায় ,
কাঁটায় ভরা জীবনের পথ,
মানুষের মতো মানুষ হতে,
মোরা নিয়েছি যে শপথ।
পারিনি প্রকৃত মানুষ হতে,
সুন্দর ভব সংসারে,
অনিয়ম করে চলেছি অবিরত,
দোষ দেই অদৃষ্টেরে।
তিনকাল গেছে , আছে এককাল,
ফুরিয়ে যাবে ক্ষণকালে,
যতদিন বেঁচে আছি ধরার পরে ,
চাই না যেতে দিতে বিফলে।