দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম—–“কবির কবিতা ”
কলমে—–
দেবী চৌধুরী
তারিখ——০৭/০৭/২০
কবি একটি কাব্য লিখেন
হয়ে ভাবুক মন,
মনে মনে ছন্দ সাজায়
ভাবেন সারাক্ষণ।
অক্ষর, মাত্রা ঠিক রাখিয়া
বাড়ায় কাব্যের মান,
পাঠক পড়তে আরাম পায় রে
কণ্ঠে ধরে গান।
কাব্যের মতো কাব্য হলে
গীতি করা যায়,
পয়ার ছন্দে মিল থাকিলে
কাব্য যে মান পায়।
প্রকৃতি আর মানব জীবন
চিত্র ফুটে রয়,
অমর হয় যে কবির কাব্যে
স্মৃতির কথা কয়।
কাব্যের মাঝে কবির প্রাণটা
প্রাণবন্ত হয়,
সদাই করে লেখালেখি
কবিতা পায় জয়।