দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম – ডিম দিলো না
কলমে – মাহবুব আলম বুলবুল
তারিখ -৭/৭/২৫
বাচ্চা পুষে বড় করলাম
ডিম দিলো না,
এতো দিনে বুঝলাম বাচ্চা
আপন ছিলো না।
বাচ্চার মনে হিংসা ছিল
আগে জানতাম না,
জানলে আমি মনের ভুলেও
পালন করলাম না।
পকেটের টাকা উজাড় করে
খেয়ে বড় হলো,
হিংসা করে ডিম দেয় না
করবো কি বলো।
আদর সোহাগ দিয়ে বাচ্চা
বড় করলাম যখন,
খোলা জায়গা পেয়ে বাচ্চা
চালাক হলো তখন।
আমি নাকি হলাম এখন
বাচ্চার চোখের শূল,
আদর করাই ছিল আমার
জীবনের বড় ভুল।
ধরা ছোঁয়ার বাইরে গিয়ে
চোখ রাঙিয়ে থাকে,
বাচ্চা এখন শেয়ানা হয়ে
অন্য কাউকে ডাকে।