দৈনিক কবিতা প্রকাশ
শিরোনামঃ উল্টো রাজা
কলমেঃ কনক লতা মন্ডল
তারিখঃ ০৬/০৭/২০২৫ খ্রিঃ
অর্থের প্রভাব দেখায় স্বভাব
থাকে রাজা সুখে,
গরিব - দুখীর জীবন ধারা
মরে ধুঁকে ধুঁকে।
ক্ষমতার বলে দম্ভে চলে
অট্টহাসির ছটা,
আর দুমুঠো ভাত দে মাগো
পেটপুরে খাই কটা।
উল্টো রাজা বলেন বেশি
করেন উল্টো পাল্টা,
পায়ের উপর তুলে দিয়ে
বসে খাচ্ছে মালটা।
গরিব দেখে ঠোঁটের কোণে
মুখের রসে পূর্ণ,
রাজা বলেন বেটার মাথা
করবো এবার চূর্ণ।
আমার মুখে কথা বলিস
কেটে নিবো কল্লা,
গরিব শুধু মুচকি হাসে
বন্ধ এবার গল্লা।।