দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম: বৃষ্টিতে
কলমে : ডাঃ অশোক খাঁড়া
তারিখ: ৬.৭.২০২৫
তোমার শরীর ছুঁয়ে বৃষ্টিতে
তৃতীয় সঙ্গী ছাতা বর্জ্য,
শরীর জুড়ে মেঘের কান্না
কষ্টের পাহাড় করছি সহ্য।
ছাতার তলায় একসঙ্গে চলা
কিশোর কিশোরীর প্রাণখোলা হাসি,
প্রেম নয় শুধুই আনন্দ
চুপিচুপি বলা তোমাকে ভালোবাসি।
ঝড় উঠেছে পাগল বাতাস
ছাতাটা উড়লো পাখি হয়ে,
ছাতার নীচে যখন একলা
বিরহের কান্না বৃষ্টিতে ধুয়ে।
বৃষ্টিতে ভিজে ওরা যুগলবন্দী
খোলা মাঠে দুই কাক,
জানলার ফাঁকে দুই চোখ
মনের দোতারায় শিশুকালের ডাক।
মুক্ত ঝরছে আকাশ থেকে
টিনের চালে শিলা বৃষ্টি,
দুই ভাই বোনের মুঠোয়
ধরা দিল প্রকৃতির সৃষ্টি।