দৈনিক কবিতা প্রকাশ
শিরোনামঃ বর্ষা রানি
কলমেঃ মোঃ রজব আলী
তারিখঃ ০৬/০৭/২০২৫ ইং
আষাঢ় মাসে বানে ভাসে ভরে নদী নালা,
সর্বহারা মানুষ যারা বাড়ে তাদের জ্বালা।
কুড়ে ঘরে বৃষ্টি পড়ে ভালো নেই যার ছানি,
অতি বৃষ্টি হলে সৃষ্টি ঘরেই পড়ে পানি।
বানের জলে ফসল তলে কৃষি কর্ম বন্ধ,
কর্ম বিনে অতি হীনে চোখ থেকে ও অন্ধ।
কর্মের জন্য হয়ে হন্য গাঁয়ে গাঁয়ে ঘুরে,
কর্মের আসে চারিপাশে ঘুরে কাছে দূরে।
বিত্ত জনে ফুর্তি মনে দলে দলে ঘরে,
সবাই বসে মন হরষে মজার গল্প করে।
এমন দিনে সাথি বিনে যায় না কারো বেলা,
কল্প মনে এমন ক্ষণে ভাসায় মনের ভেলা।
যার নেই সাথি দিবস রাতি চিন্তা প্রতি ক্ষণে,
সুখের আশে কল্পে ভাসে সুখ মিলে না ধনে।
ডাকে দেয়া কদম কেয়া ফোটে গাছের ডালে,
কত নারী আহাজারি সুখ নেই কোনো কালে।
বর্ষা রানি এমন জানি সুখ দুখের সব স্তম্ভ,
কেউ বা হাসে কেউ বা নাশে ভাঙে কারো দম্ভ।
এই যে বর্ষা আঁধার ফর্সা তার মধ্যে সব আছে,
ভবের তরে হিসেব করে সকল মানুষ বাঁচে।