দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম - যুদ্ধ নয় শান্তি চাই
কলমে- কামরুন নাহার বিশ্বাস
তারিখ- ০৬/০৭/২০২৫
যুদ্ধ কখনও হয় না শুদ্ধ
আনে ডেকে শুধু ধ্বংস,
প্রতিহিংসা জ্বালায় আগুন
লুটে নেয় পাপী কংস।
যুদ্ধ যুদ্ধ খেলায় মেতে
অতি দর্পে হত লঙ্কা ,
মানবতা শূন্য শঙ্কা যুক্ত
দিনে রাতে বাজায় ডঙ্কা।
রাজতন্ত্র প্রজাতন্ত্র গণতন্ত্র
বিশ্ব মাঝে নাই কোন তন্ত্র,
শ্রদ্ধা নেই আইনে কারোর
স্বার্থপরতা দাঙ্গাবাজিই মুলমন্ত্র।
আধিপত্য বিস্তারে রক্ত জ্বালা
সারা বিশ্বে শুধু নারী শিশুর কান্না,
বৃষ্টির মতো বর্ষে গোলাবারুদ
বিনা মেঘে হচ্ছে রক্তবন্যা।
দাদাগিরির দাম্ভিকতার খেলা
প্রযুক্তির উন্নতির বীভৎস প্রভাব,
ধ্বংসের পথে বসুন্ধরা আজ
মুক্তি নামের যুদ্ধ করা স্বভাব।
যুদ্ধ যদি শুদ্ধ হতো ভবে,
কেন মৃত্যু আগুন ঘরে ঘরে,
রোগ অন্ধত্ব পঙ্গুত্ব থরে থরে
শুদ্ধতা হারিয়ে নিজের ফাঁদে মরে।