দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম -হৃদয়ের দহন
কলমে - সালমা রহমান
তারিখ ০৬-০৭-২০২৫ খ্রিঃ।
নিঃসঙ্গতা জীবনের এক মস্ত বড় দহন
ভাঙা হৃদয় অতল গহব্বর অনিশ্চিত মরণ
চারিদিকে ফাঁকা শুধু কোথাও নেই আপন
প্রবাহিত হৃদয় বয়ে চলে আষাঢ় আর শ্রাবণ।
প্রতিটা নীরবতা আঁধারেই ঢেকে রয়
কতো রাত কেঁদে কাটে ভোরে সূর্য উদয় হয়
চেনা মুখ অচেনা আজ মনে জাগে সংশয়
এভাবেই মনের খোরাক নিমিষেই হবে ক্ষয়?
মায়া-মমতা পালিয়েছে আজ
পৃথিবীময় রহস্যের ছায়া,
চোখের সামনে দুঃখের রাজ্য
অসীম পর্বত অনন্ত এক কায়া।
নিঃসঙ্গতার সীমানা জাগতিক এক বাঁধন
এই বাঁঁধনে ছেয়ে গেছে শতো কোটি জন,
কতো যে অভিসার কতো অভিযোগ
দেহ টাকে কুঁড়ে খায় বাসা বাঁধে রোগ।
নিঃসঙ্গতার নিঃশ্বাস আগুনে পোড়া ধোঁয়া
দগ্ধ হৃদয় কখনও কি যায় তারে ছোঁয়া?
লোভ লালসা অহংকার মানুষ মরার ফাঁদ
অশান্তিতে ভুগে তবু বাঁচবার কতো সাধ।
নিরুদ্দেশ হতে হবে অচেনা এক গোর
কেউ সেদিন ডাকবে না আর খুলবে না কেউ দোর,
জীবনের স্বপ্নগুলো থাকবে যেটা স্মরণে
বাহাদুরি কথার ঝুড়ি শেষ হবে মরণে।