দৈনিক কবিতা প্রকাশ
শিরোনামঃ প্রকৃতি সুন্দর
কলমেঃ কাজী সেলিনা মমতাজ শেলী
তারিখঃ ২৩/০৫/২০২৫ খ্রিষ্টাব্দ
প্রকৃতি সুন্দর, তাই সুন্দর এই রঙিন ভুবন,
ভালোবাসা দিয়ে মালা গাঁথে চোখের স্বপন।
বিশ্বাসও দিয়ে ভালোবাসা গাঁথে সেই তো দীপমান,
কুঞ্জবনে এসো হে বাতাস করিব তোমায় পুষ্পদান।
প্রকৃতি সুন্দর
প্রেমের হৃদয় মন ভরিয়ে দাও,আজি এই অঞ্চলে,
প্রকৃতির ভালোবাসা থাক না ওই মমতার আঁচলে।
সবুজের ভালোবাসা নিয়ে অমর হয়েছে আজ প্রকৃতি, তাইতো ভালোবাসায় গাঁথা, শতাব্দীর এই নতুন রীতি।
প্রকৃতি সুন্দর
ভালোবাসা হোক গভীর নির্মল তব সে আত্মবিশ্বাসী,
এ জগতে হায় সেই শুধু চায়, আছে যার রাশি রাশি।
দুচোখ যেন স্বপ্ন দেখে, শুধুই ওই সৎ সততার,
দীপ্ত মনের আজি সেই তব শুধু ভালোবাসার।
প্রকৃতি সুন্দর
বিশ্বাসের ভালোবাসা ছাড়া,এই হৃদয় যে শুধু মরুভূমি, হাজার বছর এ প্রকৃতি দাও দীপ্ত মন ভালোবাসা তুমি। সবাই ভালোবাসে এই ভুবন স্বর্গের মতো প্রকৃতি সুন্দর,
ভুল মুছে যাক প্রকৃতির গলায় থাক স্বর্গেরও সেই হার।