দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম –পবিত্র আশুরা
কলমে–এস,এম,জাহিদুল ইসলাম
তারিখ –০৬/০৭/২৫ইং
মহররম, রজব, জিলকদ, জিলহজ
চারটি মাস সম্মানিত মাস,
আসমান জমিন সৃষ্টি করেছেন
সবাই রবের দাস।
আশুরার দিনে প্রিয় খোদা
করিলেন সৃষ্টি পৃথিবী,
দশ -ই মহররম অতি সম্মানিত
সৃষ্টি আদম নবী।
হযরত নূহ (আ.) কঠিন সময়ে
রবের আশ্রয় চান,
মহাপ্লাবনে ইমানদারগণ নৌকায়
আরোহন করে রক্ষা পান।
নমরুদ ইব্রাহিম (আঃ) কে ভয়ংকর
আগুনে নিক্ষেপ করলো
খোদার করুনায় দশ-ই মহররম
নবী ইব্রাহিমের মুক্তি মিললো।।
জালিম বাদশা ফেরাউন নীল নদে
ডুবে হলো ধ্বংস,
দশ-ই মহররম আল্লাহ রক্ষা করেন
মুসা (আ.) এর বংশ।
কালেমার দাওয়াত দিতে গিয়ে ইমাম হোসেন
শহীদ হলেন নবীর জানের জান,
দশ-ই মহররম রক্তে লালে লাল হইলো
কারবালার ময়দান।
পবিত্র আশুরার দিনটিতে
রাসুল (সা.) রাখিতেন রোজা,
ইবাদত-বন্দেগীতে মগ্ন হয়ে
মহান আল্লাহকে খোঁজা।