দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম-ইমাম হোসাইনেরআদর্শ।
কে এম হারুনুর রশিদ।
তারিখ-০৬/০৭/২৫।
আবার ফিরে এসেছে ঐ মুহার্রম,
মাহিনা।
ত্যাগ চাই মর্শিয়া ক্রন্দন চাহিনা।
আরবী বর্ষের প্রথম মাস,
মাহে মুহার্রম।
হোসাইনী আদর্শ চর্চা করার
এসেগেছে মৌসুম।
সত্য ন্যায়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে,
অন্যায়ের করতে হবে মুকাবিলা।
অন্যায়ের কাছে মাথা নত করলে,
সত্যকে করা হবে অবহেলা।
ইমাম হোসাইন দেখিয়েছেন সেইপথ,
নিজের শেষ রক্তবিন্দু দিয়ে।
আমাদের কে চলতে হবে তারশিক্ষা নিয়ে।
তাঁর জন্য মাতম করা মুটেই আদর্শ নয়।
তাঁর চলার পথ অনুসরন করলে,
তাঁকে ভালোবাসা হয়।
তাঁর আদর্শ সত্য ন্যায়ের জন্য,
করতে হবে জীহাদ।
সকল অন্যায়ের বিরুদ্ধে করতে হবে
প্রতিবাদ।
তবেই তাঁকে ভালোবাসা হবে,
পাওয়া যাবে তাঁর সান্নিদ্ধ।
তাঁর আদর্শ পালনের জন্য হতে হবে,
ঐক্যবদ্ধ।
এজিদের আদর্শ বাস্তবায়ন করে,
হোসাইনের জন্য করলে মাতম।
হোসাইনকে ভালোবাসার হলোনা
কোন কাম।
বরং রোজা রেখে নামাজ আদায় করে,
তাঁর জন্য করলে দোয়া।
হয়তো ভালোবাসা হবে কিছুটা,
অন্য সবই ভুঁয়া।