দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম★পবিত্র বিশ্বাসী হাত
কলমে★মোহাম্মাদ নাঈম কাকন
তারিখ★০৫/০৭/২৫ সন
(সংখ্যা★৯৩০)
পবিত্র রুহানির এক বিশ্বাসী বন্ধুর যে হাত
বীভৎস পৃথিবীর অন্তিম জাহেলি জন্ম ক্ষণপ্রাত।
না কার্পণ্য চোখে দেখা হেতু দুস্কর অভিধান
না অদ্ভুত শিকড়ে ঐচ্ছিক উৎসৃষ্ট তব বহমান।
একটি আদর্শ মন,বড্ড প্রয়োজন মানব উর্বর
দুস্কর জাতি,সভ্য জাতি গঠনে মরিয়া নির্ভর।
পুঁজ্যমন তব আশার সঞ্চয় আচরণে নিস্ক্রিয়মান
মানবিক আত্মার যোগসূত্রে অবসাম্বি মহীয়ান।
যাহা অবদারিত জীবন চক্রমান শান্তি প্রয়াশ
ঈমানি কন্ঠ ধ্বনিতে চিরাচরিত ধারন রুদ্ধশ্বাস।
একটি শুদ্ধ নাম যাহা আরশে আজিম অঙ্কিত
সৃষ্টির শ্রষ্টা করেছেন যাকে ধরণীর বুকে প্রেরিত।
সারা বিশ্বমন্ডলী করেছেন সু-মর্যাদা যাকে দান
যাহার পাক পদ চুম্বনে আসমান জমিন মহীয়ান।
নুরে নুরাম্বিত চন্দ্র, সূর্য, নক্ষত্র, উল্কা গ্রহ তারা
যাহার তরে এ-সৃষ্ট ধরণী খোসামদ্দে মাতোয়ারা।
যিনি মহান রবের নন্দিত সু-মহান রহমাতুল্লাহ
প্রাণের প্রিয় মোদের রাসুলে কারীম সাল্লেল্লাহ।