দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম— বুকের পাঁজরে দীর্ঘশ্বাস
কলমে — জয়ন্ত হালদার
তারিখ— ০৫/০৬/২০২৫
বুকের পাঁজরে দীর্ঘশ্বাস
হলুদ পাতার হাতছানি,
পথের দুধারে রাঙা পলাশ
দখিনা বাতাস বড় অভিমানী !
প্রান্তর পুড়ে তপ্ত- তামাটে
চিবুক ছুঁয়েছে বিষন্নতা,
কোলাহল ক্লান্ত খেয়াঘাটে
নির্জনে নেমেছে নীরবতা !
দগ্ধ দুপুর, ধূসর বিকেল
পার হতে হতে না জানি কখন,
গোধূলি গড়িয়ে নিভৃতে
আঁধার ছুঁয়েছে চোখের কোন !
দীর্ঘ তমসা দীঘল চোখে
অনন্ত রাত্রির ঘনঘোর,
‘দীর্ঘশ্বাস’ বুকের পাঁজর থেকে
খুঁজে পায় নতুন কোন ভোর !
ভোর মানে মুক্তির আলোক
ছুঁয়ে থাকে এক ‘নশ্বরতা’—
এক জন্মের দুঃখ ও শোক
পুনশ্চ পোড়ায় শুধু চিতা !!