দৈনিক কবিতা প্রকাশ
শিরোনামঃ বিরহের ক্ষণ
লেখক : আমান উদ্দিন
তারিখ : ৫ ই জুলাই ২০২৫,
যার সহিত প্রেমের বন্ধন ছিলো
সে মোরে করলো পর,
তার বিরহের অনলে পুড়ে অন্তর
অঙ্গার হলো মোর।
দিবানিশি আমার হৃদয় মন্দিরে
যাকে দিয়েছিলাম স্থান,
আমি কভু ভাবিনি সেই আমায়
করবে অপমান।
তাকে নিয়ে কতযে স্বপ্নে ছিলাম
ভেঙ্গে দিলো মন,
নিত্য সাথী হয়ে গেলো আমার
বিরহের ক্ষণ।
আমায় দুখের সাগরে ভাসিয়ে
সে যেন সুখী হয়,
আমি ভালোবাসায় ব্যর্থ হলেও
চাইনা তার লয়।
তার প্রিয় মনের মানুষের সাথে
গড়ুক সুখের ঘর,
আমার জীবন যেভাবেই কাটুক
সুখী হোক সে জীবনভর।